News update
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     
  • ‘Sleeping Prince’ Turns 36 After 19 Years in Coma     |     
  • Child-Friendly TB Drug Flavours Identified     |     
  • Search for thousands buried under rubble in Gaza halts      |     

দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের জন্য সুখবর

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-01-29, 7:53am

img_20250129_075124-3dc97f735e4bc3161fbd81822b663f8e1738115596.jpg




দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীরা চলতি বছরই তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা জানান।

দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন।’

তিনি বলেন, ‘দুর্বল ব্যাংকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকে বলে এসেছি, আপনারা এস আলমের ব্যাংকের টাকা রাখবেন না, আপনারা রেখেছেন ২ শতাংশ বেশি লাভের আশায়। আর এখন ধরা খেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সময় দিতে হবে। এখনই পারা যাবে না। ধাপে ধাপে এই বছরই হয়তো করা হবে। টাকা বা বন্ড কিছু একটা পাবেন।’

গভর্নর বলেন, ‘সমবায় সমিতির আন রেগুলেটে মার্কেট তৈরি হচ্ছে। এতে করে স্ক্যাম তৈরি হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের লাইসেন্স দেওয়ার প্রয়োজনীয়তা আছে কি না, বিবেচনা করা হবে। কারণ, এগুলো লোন শার্ক তৈরি করছে স্থানীয়ভাবে। এ ছাড়া সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠেকানোর উদ্যোগ নেওয়া হবে’

তিনি বলেন, ‘ক্ষুদ্র ঋণের প্রভাবে দরিদ্রতা কমছে কি না, তা নিয়ে গবেষণা হওয়া উচিত। আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে।’

প্রসঙ্গত, ব্যাংকখাতের অনিয়ম ও দুর্নীতির ফলে আলোচিত শিল্পগ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে। এসব ব্যাংকের আমানতকারীরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সাহায্য করেছে বাংলাদেশ ব্যাংক। আরটিভি