News update
  • Toxic Waste Chokes Dhaka’s Four Major Rivers     |     
  • NRB Remittance Rescued Economy After July Crisis: CA     |     
  • 36 Killed, Dozens Injured in Tamil Nadu Rally Stampede     |     
  • 36pc of Job Seekers Rely on Friends and Family Networks     |     
  • Govt to Announce New Hajj Packages Sunday, Costs to Drop     |     

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যা জানালো বিজিএমইএ

ঈদুল আজহা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-06-05, 9:22pm

24dac16f24d7e16caeb9de5012e1d5aeb156f256a0a7f517-9e1799d44f7b0d6b6240d98a152416f01749136990.jpg




দেশের প্রায় শতভাগ পোশাক কারখানায় ঈদুল আজহার বোনাস ও মে মাসের বেতন দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, ঈদ বোনাস পরিশোধ হয়েছে ৯৯.৯০ ভাগ কারখানায়। আর মে মাসের বেতন পরিশোধ হয়েছে ৯৯.৬৭ ভাগ কারখানায়। 

বিজিএমইএভুক্ত ২ হাজার ৯২টি মধ্যে ২ হাজার ৮৫টি পোশাক কারখানায় মে মাসের বেতন দেয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রক্রিয়াধীন রয়েছে ৭টি কারখানার বেতন। ২টি বাদে সব কারখানায় পরিশোধ করা হয়েছে ঈদ বোনাস।