News update
  • 42,000 Bangladeshi Expats Apply for Voter Registration Abroad     |     
  • Mark Carney to Become Canada's Next Prime Minister      |     
  • CA’s Special Assistant Prof M Aminul Islam Resigns     |     
  • UNRWA Report #162 on the Crisis in Gaza and the West Bank     |     
  • The Commission in the Status of Women and Why it Matters     |     

দারাজ নিয়ে এলো মেগা ঈদ সেল; গ্রাহকদের জন্য থাকছে ৮০% পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল এবং এক্সক্লুসিভ ভাউচার

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-03-10, 6:05pm

rt45435-a2cef68d0030eb920e70e63ff1a4bf411741608314.jpg




পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘মেগা ঈদ সেল’ ক্যাম্পেইন। ১০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ক্রেতারা ৮০% পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল এবং ৫ কোটি টাকা মূল্যের এক্সক্লুসিভ ভাউচার উপভোগ করতে পারবেন।

ঈদ কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। ক্যাম্পেইনে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, গৃহসজ্জা, মুদি পণ্য, মা ও শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র এবং সৌন্দর্য পণ্যসহ অসংখ্য পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, নির্দিষ্ট ভাউচার সংগ্রহ করে বিনামূল্যে ডেলিভারি সুবিধা ও প্রিপেইড পেমেন্টে ১৫% পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকছে।

অফিসিয়াল পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, নগদ, ব্যাংক এশিয়া, কমিউনিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক পিএলসি। এছাড়া, ইবিএল ও এনআরবি ব্যাংকের মাধ্যমে ইএমআই সুবিধাও পাওয়া যাবে।

শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বোত্তম অফার নিশ্চিত করা হয়েছে। প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ম্যারিকো, লোটো ও রেকিট, গোল্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওরাইমো, মোশন ভিউ, বাটা, হায়ার, ইউনিলিভার ও ইনফিনিটি মেগা মল। এছাড়া, সিলভার পার্টনার হিসেবে থাকছে  জিএসকে, ইনসেপটা, গ্লোবাল ব্র্যান্ডস, আরএফএল হাউসওয়্যার অ্যান্ড রিগ্যাল ফার্নিচার, আইওওটিই এবং ফোক্যালিউর।

সর্বশেষ অফার ও বিশেষ ডিল সম্পর্কে জানতে দারাজের সোস্যাল মিডিয়া পেজ ও অ্যাপে চোখ রাখুন।