News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

ঈদের ছুটি বাড়তে পারে আরও একদিন!

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-03-19, 9:58pm

img_20250319_220212-bbb5a346840bf67af8cf39889f6ba61d1742400183.jpg




পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ২৭ মার্চ (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে পারে সরকার। আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বুধবার (১৯ মার্চ) এ খবর জানিয়েছে।

ঈদ উপলক্ষে পাঁচ দিন ছুটির সঙ্গে ২৭ মার্চ ছুটি ঘোষণা করা হলে সরকারি চাকরিজীবীরা ২ এপ্রিল (বুধবার) পর্যন্ত টানা ৭ দিন ছুটি কাটাতে পারবেন।

এছাড়া এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। সেই হিসাবে ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা হলে টানা ৮ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। 

এ বছর ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে কর্মদিবস মাত্র দুই দিন (২৭ মার্চ ও ৩ এপ্রিল)।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেয়ার নিয়ম নেই। দুই দিন নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য দুই ছুটির মাঝখানে ঐচ্ছিক ছুটি নিলে শুধু ওই দিনই ছুটি হিসেবে গণ্য হয়। 

এ ধরনের ছুটি সাধারণত একজন চাকরিজীবী এক বছরে সর্বোচ্চ তিন দিন নিতে পারেন।