News update
  • BGB Warns of Stronger Response to Ongoing BSF Border Killings     |     
  • After fiery Trump-Zelensky spat, what next for Ukraine?     |     
  • Trump calls for ‘ceasefire now’ between Russia and Ukraine     |     
  • Dhaka’s air worst polluted in the world Saturday morning     |     
  • Gold smuggling up exploiting baggage rules; Action planned     |     

তরুণদের রাজনৈতিক দল নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-03-01, 2:42pm

erewreq-c458a6009f1076ddb0132b7b1504ac261740818544.jpg




জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণদের গঠিত এই নতুন দলকে স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাই- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।

দলটিকে অভিনন্দন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে তাদের অভিনন্দন ও স্বাগত জানাই। আমি বিশ্বাস করি বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি, এই নতুন দল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।

তিনি আরও বলেন, আমি মনে করি বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রকমভাবে কাজ করছে সেভাবে কাজ করলেই শুধু হবে না। তাদেরকে নতুন চিন্তা, নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে দল পরিচালনা করতে হবে। যে স্বপ্ন, যে আশা-আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করে।

নতুন দলের প্রতি আহ্বান জানিয়ে এই চিত্রনায়ক বলেন, মানুষ সমালোচনা করবে। তবে সেই সমালোচনাগুলোকে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তার মধ্যে থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে সেটি অবশ্যই গ্রহণ করবেন। 

তিনি বলেন, আপনাদের শুভ কামনা করছি। আপনাদের দল অগ্রগতি লাভ করুক। শুধু ক্ষমতায় যেতে হবে তা নয়। ক্ষমতার বাইরে থেকেও কিন্তু অনেক কিছু করা যায়। কাজেই দলের কাজ হলো মানুষের কথা চিন্তা করা ও তারা কী চায় তা প্রাধান্য দেওয়া। আশাকরি সে কথা চিন্তা করে আপনারা আপনাদের দল পরিচালিত করবেন।আরটিভি


Copied from: https://rtvonline.com/