News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

শীতলতা থেকে স্নিগ্ধতা

বিবিধ 2025-06-05, 12:14am

tanzila-rahman-uao-ramu-coxs-bazar-d20b22bcc3497791dd9b8fffe4a1b5781749061000.jpg

Tanzila Rahman, UAO, Ramu Coxs Bazar



তানজিলা রহমান

সাদা এক নীরব দেশ —

এন্টার্কটিকা, যেখানে বাতাসও হাঁটে ধীরে,

বরফের চাদরে মোড়া নির্জনতা,

সূর্যের আলোও সেখানে কাঁপে —

আইসবার্গের আয়নায় ধরা পড়ে নিঃসঙ্গ বিকেল।

সেখানে পাখিরাও গান গায় না,

শুধু হিম-হাওয়া বাজায় বাঁশি,

একটি তুষারপাত যেন মৌন প্রার্থনা —

চিরস্থায়ী, নিঃশব্দ, হৃদয়ভাঙা সৌন্দর্য।

তবু এই শূন্য বরফরাজ্যে

আছে একধরনের গভীর শান্তি —

যেন আত্মার অন্তঃস্থল থেকে ধুয়ে দেয়

সব কোলাহল, সব ক্লান্তি।

তারপর…

এক মোহময় বাঁকে ঘুরে আসে মন —

যেখানে আকাশ নামে মাটির কাছে,

বাংলাদেশের বর্ষা নামে হঠাৎ।

আসে রিমঝিম —

কুঁড়েঘরের চাল বেয়ে পড়ে শব্দে শব্দে গান,

গাছেরা হেলে পড়ে বৃষ্টিকে ভালোবাসায় জড়িয়ে।

কাদামাটি, ভেজা ঘাস, আর দূরের নদী —

সব মিলিয়ে এক কোমল প্রকৃতির মুখে।

দুটি ভিন্ন প্রান্ত —

তবু কি এক নয়?

একটিতে নিস্তব্ধতা,

অন্যটিতে ছন্দের প্রশান্তি।

প্রকৃতি, তুমি দুই রূপে ধরা —

একবার বরফ, একবার বারিধারা।

তুমি হলে বিষন্নতারও প্রতীক,

প্রশান্তিরও পরম আশ্রয়।