News update
  • Logi-boitha of 2006 was the 1st reflection of Hasina’s fascism: Rizvi     |     
  • Economists express concern over bank merger; BB remains confident     |     
  • No response on request for Hasina’s extradition: Touhid Hossain     |     
  • Deep relations with US, economic ties with China: Touhid     |     
  • Recommendations on July Charter implementation submitted to CA     |     

প্রবল ঘূর্নিঝড়ে পরিনত হতে পারে মোন্থা, পায়রা বন্দরে ০২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বিপর্যয় 2025-10-28, 11:03pm

fishing-trawlers-have-brought-to-anchorage-in-kalapara-following-the-issuance-of-warning-signals-in-view-of-cyclonic-storm-montha-in-bay-88a3b47e54cbf78ee028ab44cdb6de241761671007.jpg

Fishing trawlers have brought to anchorage in Kalapara following the issuance of warning signals in view of Cyclonic Storm Montha in Bay



পটুয়াখালী: পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্নিঝড় 'মোন্থা' আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি মঙ্গলবার সকাল ১০টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার  পায়রা সমুদ্র বন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হতে পারে।

এটি আজ মঙ্গলবার সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর তেমন প্রভাব পড়েনি কলাপাড়ার উপকূলীয় এলাকায়। তবে মঙ্গলবার সকাল থেকে তীব্র রোদের সঙ্গে তীব্র গরম অনুভুত হচ্ছে। গতকাল  কলাপাড়ায় দেশের সবেচেয়ে বেশি ৩৫.৯ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন শ্রমজীবিরা। ঘূর্নিঝড় মোন্থার প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০২ নম্বর হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছ আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

 কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মোন্থা আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ভারতের অন্ধ প্রদেশের উপকূল অতিক্রম শুরু করবে। এর প্রভাবে আগামীকাল সকাল থেকে কলাপাড়া উপকূলে বৃষ্টিপাত হতে পারে।

মহিপুর ফয়সাল ফিস'র সত্বাধিকারী ইউপি চেয়ারম্যান মো ফজলু গাজী বলেন, অবরোধ শেষ হতে না হতেই আবার আবহাওয়া খারাপ। জানিনা এ বছর জেলেদের ভাগ্যে কি আছে। তবে সমুদ্রে থাকা সকল মাছধরা ট্রলারের জেলেদের সতর্কতার সহিত সাগরে মাছ ধরতে বলা হয়েছে এবং সমুদ্র  কিনারায় এসে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। - গোফরান পলাশ