News update
  • Dhaka Quake Leaves 10 Dead and Hundreds Injured     |     
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     

ভূমিকম্পে কেঁপে উঠল যশোরের মনিরামপুর

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-09-27, 8:40pm

8f5c967d92a706085e600c9f69958e9295a294995709debf-74b30811cddae7f740ceff034915cf281758984038.jpg




যশোরের মনিরামপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বার্তায় জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে আরও জানা গেছে, দুপুর ২টা ২৭ মিনিটে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প।

মনিরামপুরের পাশেই সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলা শিশু নিলয় ফাউন্ডেশনের ফিনান্স অফিসার বায়জিদ হোসেন ফেসবুকে লেখেন, আমি ওই সময় অফিসে ছিলাম। হঠাৎ অফিসের চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। উপরে ফ্যানের দিকে তাকালাম ফ্যান দুলছে কিনা! পরে মনে করছি আমার মাথা ঘুরছে। তারপর জানলাম ভূমিকম্প হয়েছে।

এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ‌সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।