News update
  • Growing Chasm between Evidence & Pol Action on Climate Change     |     
  • India, Pak TV dramas break down barriers diplomacy often can’t     |     
  • Dhaka’s air world’s 3rd worst Friday morning     |     
  • Bagerhat’s watermelon hits Ramadan markets     |     
  • US to Deport Undocumented Bangladeshi Immigrants     |     

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-03-06, 12:11pm

img_20250306_120920-d59a63e3a938df52ef8bc07f50a459521741241465.jpg




আগামী ৫ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ মার্চ) ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

শনিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আরটিভি