News update
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

বছরের শুরুতেই মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-01-01, 7:13pm

reterterte-62f14dc0b690464aa2fca27fe7016e651767273238.jpg




নতুন বছরের প্রথম দিনেই স্মার্টফোন-প্রেমীদের জন্য দারুণ এক সুখবর দিলো অন্তর্বর্তীকালীন সরকার। বিদেশ থেকে মোবাইল ফোন আমদানিতে শুল্ক এক লাফে দেড় গুণ কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপরও কর কমানোর ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, মোবাইল ফোন আমদানিতে আগে কাস্টমস ডিউটি (শুল্ক) ছিল ২৫ শতাংশ। সরকার গ্রাহকদের কথা চিন্তা করে তা কমিয়ে এখন মাত্র ১০ শতাংশ নির্ধারণ করেছে। অর্থাৎ আমদানিতে শুল্ক কমল ১৫ শতাংশ। এ ছাড়া দেশে মোবাইল উৎপাদন শিল্পকে উৎসাহিত করতে স্থানীয়ভাবে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

শফিকুল আলম বলেন, ‘বিদেশ থেকে প্রচুর পরিমাণে ব্যবহৃত এবং রিফারবিশড মোবাইল ফোন দেশে আনা হয়, যা কিছুটা মেরামত করে নতুন হিসেবে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা যেমন প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারায়।’

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে দেশে মানসম্মত মোবাইল ফোনের দাম কমবে এবং দেশীয় মোবাইল শিল্প আরও প্রসারিত হবে।

সংবাদ সম্মেলনে মোবাইল ফোনের পাশাপাশি শিক্ষার্থীদের নতুন বই নিয়েও আশার বাণী শোনান প্রেস সচিব। তিনি জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ইতোমধ্যে শিক্ষকদের পরামর্শে ১২৩টি পাঠ্যপুস্তকের ভুল সংশোধন সম্পন্ন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নির্ভুল জ্ঞান অর্জন করতে পারে।