News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ইনস্টাগ্রাম স্টোরি প্রকাশের পর ট্যাগ করার উপায়

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-06-15, 7:10pm

ff8e21cde7436375a90e58b2bdf1f5176bf4266a320040a5-4891d97fd5162b75be87ebe75eac92cd1749993006.jpg




বিশেষ মুহূর্ত অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করতে চাইলে স্টোরি ফিচারটি খুবই জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে। ইনস্টাগ্রামের এ ফিচারটির মাধ্যমে অল্প সময়ের জন্য (২৪ ঘণ্টা) কোনো ছবি, ভিডিও বা বার্তা বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। কিন্তু অনেক সময় স্টোরি প্রকাশ করার পরও কাউকে যুক্ত করার প্রয়োজন হয়।

স্টোরি প্রকাশের পরও কিছু সহজ ধাপ অনুসরণ করে কাউকে ট্যাগ করা যায়। চলুন জেনে নেয়া যাক, ইনস্টাগ্রাম স্টোরি প্রকাশের পর কাউকে ট্যাগ করার পদ্ধতি।

১. প্রথমে ইনস্টাগ্রামের প্রবেশ করতে হবে।

২. ডান পাশের ওপরে দিকে এরপর প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।

৩. যে স্টোরিতে কাউকে ট্যাগ করতে চান তা নির্বাচন করতে হবে।

৪. স্টোরি নির্বাচনের পর ডান পাশের নিচে থাকা তিনটি ডটে ট্যাপ করতে হবে।

৫. এবার ‘অ্যাড মেনশনস’ অপশনে ক্লিক করে যাদের নাম স্টোরিতে যুক্ত করতে চান, তাদের অ্যাকাউন্টগুলো নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে কারও নাম সার্চ বক্সে টাইপ করেও খুঁজে পাওয়া যাবে।

৬. এরপর নিচে থাকা ‘অ্যাড’ বাটনে ক্লিক করতে হবে।

এভাবেই নির্দিষ্ট ব্যক্তিদের নাম ইনস্টাগ্রাম স্টোরিতে ট্যাগ হয়ে যাবে।