News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

ফোন নাম্বার ছাড়াই মেসেজিং ও কল সুবিধা দেবে ‘এক্সচ্যাট’

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-06-12, 8:25am

45b5b23d2f50e7d68c21af9a095a55108cf63374f6101ef3-b6abe8427a62bb5b3e7f116f3b14e8a51749695123.jpg




ইলন মাস্ক নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপের বিকল্প ‘এক্সচ্যাট’। নতুন এই প্রাইভেট কমিউনিকেশন প্ল্যাটফর্মটি এক্স-এর মধ্যেই যুক্ত থাকবে। ইলন মাস্কের লক্ষ্য হলো, এক্সকে একটি ‘সবকিছু এক জায়গায়’ অ্যাপে পরিণত করা। এক্সচ্যাট তারই অংশ।

এক্সচ্যাটে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতকারী একাধিক ফিচার। যার মধ্যে রয়েছে বিটকয়েন স্টাইল এনক্রিপশন, স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া মেসেজ এবং ক্রস-প্ল্যাটফর্ম অডিও-ভিডিও কল। বিশেষত্ব হলো, এই সেবাগুলোর জন্য ফোন নম্বরের প্রয়োজন নেই।

এই টুল বেটা ভার্সনে নির্দিষ্ট কিছু পেইড সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। এটি চার ডিজিটের পাসকোডে সুরক্ষিত এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাট সুবিধা দিচ্ছে।

একটি পোস্টে ইলন মাস্ক এক্সচ্যাটকে ‘পুরোপুরি নতুন’ অ্যাপ হিসেবে উল্লেখ করেছেন। জানিয়েছেন, এটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি বলেন, এক্সচ্যাট একটি নতুন স্থাপত্য বা আর্কিটেকচারে তৈরি। যা বিটকয়েন প্রোটোকলের মতো এনক্রিপশন ব্যবহার করছে। যদিও এই এনক্রিপশন প্রযুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

এক্সচ্যাটের এই যাত্রা এমন সময় শুরু হলো যখন মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও ধাপে ধাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা উন্নত করছে। হোয়াটসঅ্যাপে এই সুবিধা এরইমধ্যে ডিফল্টভাবে চালু রয়েছে। তবে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম এখনো তা পুরোপুরি চালু করেনি।

জানা গেছে, এক্সচ্যাট ইলন মাস্কের একটি বৃহৎ পরিকল্পনার অংশ। যেখানে তিনি এক্সকে উইচ্যাটের মতো একটি মাল্টিফাংশনাল প্ল্যাটফর্মে পরিণত করতে চান। এই অ্যাপে ভবিষ্যতে থাকবে মেসেজিং, পেমেন্ট, মিডিয়া শেয়ারিং এবং ডেটিং সেবা।