News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

আইটেল নতুন স্মার্টফোন CITY 100-এ থাকছে DeepSeek AI, দামে সাশ্রয়ী কিন্তু ফিচারে পরিপূর্ণ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-05-21, 6:47pm

img_20250521_184740-f018547fa5010ae8217f29bc1366f77a1747831682.jpg




নির্ভরযোগ্য স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের নতুন সিটি সিরিজের প্রথম স্মার্টফোন CITY 100। মাত্র ১১,৯৯০ টাকার মূল্যে বাজারে আসা এই স্মার্টফোনটি নতুন প্রজন্মের জন্য তৈরি। অত্যাধুনিক AI প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স - সব মিলিয়ে CITY 100 তরুণদের জন্য দিচ্ছে স্টাইল, স্মার্টনেস ও স্পিডের এক অনন্য অভিজ্ঞতা।

 “Super Fun, Super Strong” - এই স্লোগান ধারণ করে আসা CITY 100 কেবল একটি ডিভাইস নয়, এটি তরুণদের ডিজিটাল স্টাইল স্টেটমেন্ট। ৭.৬৫ মিমি প্রিমিয়াম ইউনিবডি ফ্রেমে তৈরি এই ফোনটি তার স্লিম ও স্লীক লুকে নজর কাড়বে সহজেই। ফোনটির ৬.৭৫ ইঞ্চির আল্ট্রা-ফ্ল্যাট ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭০০ নিট ব্রাইটনেস ও ৮৩% রঙের ব্যাপ্তি দিনের আলোতেও চোখধাঁধানো ভিজ্যুয়াল নিশ্চিত করে।

আইটেল CITY 100 ফোনটি রাফ ইউজারদের কথা মাথায় রেখে তৈরি। এটি IP64 রেটেড ধুলো ও পানি প্রতিরোধী। ফোনটি ১.৫ মিটার উচ্চতা থেকে ২৫,০০০ মাইক্রো-ড্রপ টেস্টে উত্তীর্ণ হয়েছে এবং থাকছে ৬০ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি।তাছাড়া লিমিটেড স্টক হিসেবে ফ্রি ম্যাগনেটিক স্পিকার এবং ম্যাগনেটিক ব্যাক কভার পাওয়া যাবে।

৫২০০mAh ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং ৪ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকছে CITY 100-এ, যা নিশ্চিত করে দিনভর ব্যবহার ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা।

CITY 100-এর সবচেয়ে চমকপ্রদ দিক হলো এটি আইটেলের প্রথম স্মার্টফোন যেখানে রয়েছে DeepSeek R1 AI মডেল। এই প্রযুক্তি ব্যবহারকারীদের দিচ্ছে টেক্সট থেকে ওয়ালপেপার তৈরি, পছন্দের ছবিকে স্টাইলাইজ, ইনস্ট্যান্ট অনুবাদ, ইমেজ-টু-টেক্সট, AI ভয়েস স্ন্যাপ, AI লেখালেখি, কল নয়েজ রিডাকশন এবং এক ক্লিকে অনলাইন খোঁজসহ নানা স্মার্ট ফিচার।

তরুণরা এখন আইটেলের স্মার্টফোনের মাধ্যমে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সুবিধা উপভোগ করতে পারবে। প্রযুক্তি কেবল ব্যবহারযোগ্য উপকরণ নয়, তাদের জীবনযাত্রার অপরিহার্য অংশে পরিণত হচ্ছে। আইটেল স্মার্টফোন স্মার্ট লাইফস্টাইলকে সহজ, সাশ্রয়ী এবং সবার জন্য গ্রহণযোগ্য করে তুলেছে।

CITY 100 এমন একটি ডিভাইস যা তরুণদের আত্মবিশ্বাস বাড়াতে, নিজেদের স্বতন্ত্রভাবে প্রকাশ করতে এবং প্রযুক্তিকে দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।