News update
  • Five Shariah Banks to Merge Into State-run Sammilito Islami Bank     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     

রবি এলিট ও এপেক্সের কৌশলগত অংশীদারিত্বে এক্সক্লুসিভ শপিং সুবিধা

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-10-20, 5:38pm

ewrewrewr34324-a6344b78c8a4c6ca6e6b7bb97f862ab11760960329.jpg




রবি আজিয়াটা পিএলসি তাদের প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম রবি এলিট-কে আরও শক্তিশালী করতে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব গঠন করেছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট সদস্যরা এখন এপেক্সের নতুন কালেকশনে বিশেষ ছাড়, এক্সক্লুসিভ ও পার্সোনালাইজড শপিং সুবিধা পাবেন। এছাড়াও, সদস্যদের জন্য থাকছে ব্যক্তিগতকৃত ও প্রিমিয়াম ইন-স্টোর শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকের সুবিধা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক হবে।

সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক লাল দাস, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবীর, ডেপুটি ম্যানেজার (সিআরএম) মো. তারিকুর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।