News update
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     
  • Prof Yunus orders security forces to hunt down Ctg attackers      |     
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     

আর্জেন্টিনাসহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-11-06, 8:17am

1f43860509d682144141e8693d3a63557484289eca87a674-6b6e36364016a0e9bcc949efb8bfbbcd1762395473.jpg




আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সম্মেলিতভাবে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

অ্যাডিডাস যে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের জার্সিসহ আরও বেশকিছু দেশের জার্সি, যারা এরই মধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কিংবা বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিত। মূলত, যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাদের জার্সিই উন্মোচন করা হয়েছে।  

তবে অ্যাডিডাসের উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের আর্জেন্টিনার জার্সি। নতুন আকাশী-নীল এবং সাদা জার্সিতে উল্লম্ব স্ট্রাইপ রয়েছে, তিন রঙের গ্রেডিয়েন্ট প্রভাব রয়েছে। আলবিসেলেস্তেদের জয় করা ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে।

প্রকাশ করা ২২ দেশের মধ্যে ছয়টি দেশ ইতিমধ্যে বিশ্বকাপের বাছাইপর্ব উৎরে গেছে। এছাড়া, বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ রয়েছে এমন দেশ যেমন জার্মানি, স্পেন এমন দেশের জার্সিও রয়েছে। এবারের বিশ্বকাপের আসর হবে ৪৮ দেশ নিয়ে।

আগামী বছরের ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।