News update
  • NCC for referendum, after July Charter order promulgation     |     
  • World Enters New Era of Climate Action, Urgent Steps Needed     |     
  • Israel Accused of Four Genocidal Acts in Gaza, UN Told     |     
  • BNP rejects Consensus Commission’s call for pre-poll referendum     |     
  • At Least 64 Killed in Deadly Rio Drug Gang Raids     |     

রিয়াল মাদ্রিদ ছাড়তে চান ভিনিসিউস!

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-10-28, 8:13am

8c475803fcfe07c51df2d9885a009ccbeadb608d7612e790-46d346ef23cf0808d7a6f59d8916a59b1761617619.jpg




এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারালেও, রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে আনন্দের আবহটা কিছুটা কম। কারণ, কোচ আলোনসোর সঙ্গে ভিনিসিউসের বিবাদ সবার চোখে পড়েছে। ম্যাচ শেষে আলোনসো জানিয়েছেন, ভিনির এমন আচরণের কারণে তিনি আলাদাভাবে বসবেন ব্রাজিলিয়ান তারকার সঙ্গে।

গত মৌসুমের কোনো এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে আলোনসোর হাত ধরে এবার প্রথম ক্লাসিকোতেই জয়ের দেখা পেল লস ব্লাঙ্কোসরা। বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে তারা। তবে ম্যাচের একটি মুহূর্ত সকলের নজর কেড়েছে। ৭২ মিনিটে যখন কোচ ভিনিকে উঠিয়ে নেয় তখন ব্রাজিলিয়ান তারকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। যার কারণ জানতে ভিনির সঙ্গে আলাদাভাবে বসবেন বলেও ম্যাচ শেষে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।

এদিকে ভিনি করে বসলেন আরেক কাণ্ড। রদ্রিগোর সঙ্গে হাত মিলিয়ে যখন মাঠ ছাড়লেন, তখন আলোনসোর সহকারী সেবাস পারিইয়াকে বললেন, ‘আমি চলে গেলে যদি দলের ভালো হয়, তাহলে আমি দল ছাড়ছি।’ এরপর তিনি সোজা চলে যান ড্রেসিংরুমে।

ম্যাচ শেষের এমন পরিস্থিতি রিয়ালের ক্লাসিকো জয়ের আনন্দ মাটি করে দিয়েছে রীতিমতো। সঙ্গে বিষাদের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে ভিনির এমন উক্তি। এখন সে কথা রাগের মাথায় বলেছেন, নাকি আসলেই চলে যেতে চাইছেন, সেটাই দেখার বিষয়।

তবে বার্সেলোনাকে হারানোর পথে ভিনিসিউসের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন আলোনসো। সঙ্গে এই ফুটবলারের আচরণ নিয়ে কথা বলবেন বলেও জানান রিয়াল কোচ।