News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

দেম্বেলের হাতেই উঠলো ব্যালন ডি'অরের পুরস্কার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-09-23, 10:43am

ece63b868c783107136ba5b7b75a067d1481bf9a7e44ed74-6592e5c9206f767cfc298aa4fc43d60b1758602603.jpg




উসমান দেম্বেলেই জিতলেন ব্যালন ডি'অর। লামিন ইয়ামালের সঙ্গে তার লড়াই হলেও বার্সা সেনসেশনকে হারিয়েই ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদার পুরস্কার জেতেন পিএসজি ফরোয়ার্ড। বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লুইস এনরিকে। আর সেরা গোলরক্ষক হয়েছেন দোনারুম্মা। সেরা ক্লাবের পুরস্কারও গেছে প্যারিস সেন্ট জার্মাই'র ঘরে।

দেম্বেলের হাতেই যে উঠতে চলেছে ২০২৪-২৫ মৌসুমের ব্যালন ডি'অরের পুরস্কার তার নিশ্চয়তা ছিলো প্রায় শতভাগ। গণমাধ্যমে ছড়িয়ে পড়া ১০ জনের একটি তালিকায় কেবলই দ্বিধা। সেটা কেটে গেছে প্যারিসের বিখ্যাত শাতলিয়ে থিয়েটারে। কিংবদন্তি রোনালদিনিওর হাত থেকে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার ব্যালন ডি'অর পুরস্কার নিয়ে।

বর্ষসেরা হওয়ার দৌড়ে উসমান দেম্বেলেকে সবচেয়ে বেশি টেক্কা দিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। তবে ব্যালন ডি'অর অনুষ্ঠানের শুরুতেই কেটে যায় অনিশ্চয়তা, লামিন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতলে। ১২ কেজি ওজনের রিয়েল গোল্ডের অনন্য সুন্দর ট্রফিটা তখন থেকেই যেন অপেক্ষায় ছিলো পিএসজি তারকার স্পর্শ পেতে। 

স্বপ্ন ছুঁয়ে এদিন আবেগে ভেসেছেন উসমান দেম্বেলে। বরাবরই খুবই শান্ত স্বভাবের এই ফুটবলার লুকিয়ে রাখতে পারেননি আনন্দ অশ্রু। এমন একটা অর্জন সবাইকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ হয়েছেন মা থেকে শুরু করে দেম্বেলে পরিবারের সবাই।

শাতলিয়ে থিয়েটারে এদিন ছিলো প্যারিস সেন্ট জার্মাই'র জয় জয়কার। উসমান দেম্বেলের ব্যালন ডি'অর জয়ের পাশাপাশি সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন জিয়ানলুইজি দোনারুম্মা। বঞ্চিত হননি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেয়া লুইস এনরিকে। সেরা কোচের তকমা বাগিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে সেরা কোচের পুরস্কারটাও গেছে প্যারিসিয়ানদের ঘরে।

এদিকে টানা তৃতীয় বারের মতো নারীদের ব্যালন ডি'অর জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড আইতানা বোনমাতি। পারফরম্যান্স দিয়ে শাতলিয়ে থিয়েটারের ঝলমলে আলোয় আলোকিত হয়েছেন এই স্প্যানিশ। আনন্দ-হাসিমাখা দিনে ফ্রেঞ্চ ফুটবল ভোলেনি অকাল প্রয়াত ফুটবলার দিয়োগো জটাকে।