News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

২০ বছর ইউনাইটেডে থাকতে চান আমোরিম

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-08-04, 7:11am

abedd8d9770e413faa08c5307a0c44e658bb26f2790aaeb0-0d2a079a0c77a88611d374ed87a549371754269918.jpg




২০২৪ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ছেড়ে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রুবেন আমোরিম। ইউনাইটেডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার জন্যই স্পোর্টিংকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিয়েই আনা হয়েছিল পর্তুগিজ এই কোচকে। তবে নিজের প্রথম মৌসুমে ইউনাইটেডের ভাগ্য বদলাতে পারেননি তিনি। এবার এক সাক্ষাৎকারে আমোরিম জানালেন, দীর্ঘদিন এই ইউনাইটেডেই থাকতে চান তিনি।

এরিক টেন হ্যাগকে বরখাস্ত করার পর গত নভেম্বরে আমোরিমকে প্রধান কোচ করে ইউনাইটেড। তবে স্পোর্টিংয়ে দারুণ সাফল্য পাওয়া এই কোচের হাত ধরে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে জিততে পারে রেড ডেভিলসরা। গেল মৌসুমে ইউনাইটেড লিগ শেষ করে ১৫তম হয়ে, প্রিমিয়ার লিগ যুগে যা তাদের সবচেয়ে বাজে অবস্থান।

স্যার অ্যালেক্স ফার্গুসন টানা ২৬ বছর দায়িত্ব পালন করে ২০১৩ সালে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার পর আর কোনো কোচ সেখানে তিন বছরের বেশি টিকতে পারেননি। তবে এখানে দীর্ঘ সময় থাকার লক্ষ্যের কথা জানালেন আমোরিম।  

স্কাই স্পোর্টসকে এক সাক্ষাৎকারে আমোরিম বলেন, 'আমি থাকতে চাই, ২০ বছর থাকতে চাই। এটাই আমার লক্ষ্য এবং সত্যিই তা বিশ্বাস করি। কিছু না কিছু হবেই। সবসময়ই হয়। কিছু সময়ে আমি ভাগ্যবান হবো। ম্যানেজার হিসেবে আমার ক্যারিয়ারে অনেক সময় ভাগ্য আমার পাশে ছিল এবং আমার লক্ষ্য হলো অনেক বছর থাকা। তবে আমরা জানি যে, ফলাফলই এটা নির্ধারণ করবে… আমি নতুন করে শুরু করার জন্য প্রস্তুত।'

ইউনাইটেড সবশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০১৩ সালে ফার্গুসনের হাত ধরে। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা ২০০৮ সালে ফাইনালে চেলসিকে হারিয়ে। আমোরিম নিশ্চিত, আবার ওল্ড ট্র্যাফোর্ডে আসবে এই দুটি ট্রফি।

তিনি বলেন, 'আমার মনে কোনো সংশয় নেই। কারণ, এমন কিছু জিনিস আছে যা কিনতে পারবেন না এবং এই ক্লাবের তা আছে। উজ্জ্বল ইতিহাস, ভক্ত, আমাদের আছে। এরপর অর্থকড়ি। আমাদের অর্থ আছে। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াই আমাদের অর্থ আছে। তাই আমরা পারব, ভবিষ্যতে আমাদের আরও অর্থ থাকবে। আমরা সবকিছুই করছি।'