News update
  • Starlink Launches High-Speed Satellite Internet in Bangladesh     |     
  • Organised Crime Deepens Grip on Global Gold Supply Chain: UN     |     
  • A Cultural Revolution at the UN Is Long Overdue     |     
  • Cyclone May Form in Bay Late May, Coastal Areas on Alert     |     

বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট ফিরে গেল কলকাতায়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-05-20, 7:05pm

img_20250520_190352-5362cba343a792989fafc845d09d129d1747746310.jpg




বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের পৌঁছানোর কথা ছিল। কলকাতা থেকে ফ্লাইট ঢাকায় আসলে বৈরী আবহাওয়ার জন্য অবতরণ করতে পারেনি। ফলে কলকাতায় ফিরে যায় অনূর্ধ্ব-১৯ফুটবল দলকে বহন করা বিমান। আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময় নির্ধারণ হলে বাফুফে পুনরায় অবহিত করবে।

বৈরি আবহাওয়ার কারণে ঢাকা অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবলদলের বহনকারী বিমান। মঙ্গলবার (২০ মে) বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। জানা যায়, কলকাতা থেকে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবলদলের বহনকারী ফ্লাইটটি ঢাকায় আসলে বৈরি আবহাওয়ার কারণে অবতরণ করেনি। উল্টো কলকাতায় ফিরে গেছে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মিডিয়া ম্যানেজার হিসেবে রয়েছেন ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ। তিনি কলকাতা থেকে জানান, ‘বিমান ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করেছিল। পরবর্তীতে কলকাতায় ফিরে এসেছে। এই মুহূর্তে আমরা সবাই কলকাতায় বিমানের মধ্যেই বসে রয়েছি। জানি না এই অপেক্ষা কতক্ষণ করতে হয়।’ আরটিভি।