News update
  • Back on the pitch: PSL resumes after conflict-forced suspension     |     
  • UN aid office denounces attacks on Gaza hospital     |     
  • 8 mn teens in wealthiest countries functionally illiterate     |     
  • Dhaka growing too fast leaving children behind      |     
  • Govt primary schools in Feni in crisis for student shortage     |     

লা লিগা চ্যাম্পিয়ন বার্সা, তবুও ট্রফি পেতে অপেক্ষা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-05-16, 7:41am

et4534534-fe12900d4fc7d66d5129f838b082958d1747359705.jpg




কাতালুনিয়ায় আরাধ্য এক রাত বার্সেলোনার। লা লিগা শিরোপা পুনরুদ্ধার করলো ব্লাউগ্রানারা। এস্পানিওলকে হারিয়ে ২৮তম লা লিগা শিরোপা ইয়ামালদের।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করলো হ্যান্সি ফ্লিকের দল।

জিতলেই লিগ শিরোপার আক্ষেপ ঘুচাবে বার্সেলোনা। এমন সমীকরণ সামনে রেখে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামে লেভানডোভস্কিরা।

শুরু থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সফরকারীদের। যদিও বেশ কয়েকটি সুযোগ তৈরী করলেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। এস্পানিওলও ঘরের মাঠে ভুগিয়েছে বেশ। কয়েকবার আক্রমণে গিয়েও ফিনিশিংয়ের অভাবে আদায় করতে পারেনি কোনো গোল। 

প্রথমার্ধ কাটে গোলশূন্য থেকে। তবে দূরন্ত ছন্দে থাকা বার্সাকে থামিয়ে রাখা যায়নি। ৫৩ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় ফ্লিক বাহিনী। ১৭ বছর বয়সি লামিন ইয়ামালকে চেষ্টা করেও থামাতে পারেনি এস্পানিওল রক্ষণ। ডি-বক্সের বাইরে থেকে গোল করে দলকে লিড এনে দেন।

এরপর স্বাগতিকদের চলে সমতায় ফেরার লড়াই। এর মাঝে ইয়ামালকে বাজেভাবে বাঁধা দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাবরেরা। আর ইনজুরি সময়ে ইয়ামালের পাস থেকে গোল করে দলকে ২-০ গোলের জয় উপহার দেন ফেরমিন লোপেজ। 

এতে ২৮তম লিগ শিরোপা উৎসবে মাতে বার্সে। এদিন চ্যাম্পিয়নশিপ নিষ্পত্তি হলেও ট্রফি তুলে দেয়া হয়নি বার্সার হাতে। ঘরের মাঠে পরবর্তী ম্যাচে লিগ ট্রফি বার্সার হাতে তুলে দেবে লা লিগা কর্তৃপক্ষ।