News update
  • ৬৪ লাখ টাকা খরচ করেও স্বপ্নই রয়ে গেল ইতালি     |     
  • Stock Market falls 150 points; Is Indo-Pak tension to blame     |     
  • Pakistan claims it has shot down five Indian fighter jets and a drone     |     
  • India says its strikes are of non-escalatory nature: BBC summary      |     
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     

ভারত-পাকিস্তান সংঘাত, বাংলাদেশ দলকে নিয়ে চিন্তিত বাফুফে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-05-07, 8:53pm

ert45435-79cc19cdb68aec50b3116433489e2c6a1746629607.jpg




আগামী ৯ মে ভারতের অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল (মঙ্গলবার) ভারতে পাড়ি জমিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু এর মাঝেই ভারত ও পাকিস্তান সংঘাতে জড়ানোয় বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

যদিও এখনও টুর্নামেন্ট বন্ধ হওয়ার বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা।

নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলেও হেড কোচ গোলাম রাব্বানির অধীনে বুধবার (৭ মে) প্রথম দিন অনুশীলন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৯ মে নিজেদের প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপে মালদ্বীপের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। অন্য দুই প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ। 

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা চরম আকার ধারণ করেছে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

ভারতের দাবি, এই অভিযানে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তায়েবার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। মোট নয়টি স্থাপনায় আঘাত হানা হয়, যার মধ্যে তিনটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফারাবাদ, বাগ ও কোটলি। 

এই ঘটনার পরপরই পাল্টা জবাবে রাতেই ভারতের পাঁচটি জঙ্গি বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।আরটিভি/