News update
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     
  • Prof Yunus orders security forces to hunt down Ctg attackers      |     
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     

ফাহমিদুলকে বাদ দেয়ায় নাখোশ সাবেক অধিনায়ক, সমর্থকদের লং মার্চের ডাক

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-18, 7:40pm

erw241-e6a520b9a7b43fc3b0003ff17d3d05ae1742305224.jpg




হামজা চৌধুরীর দেশে ফেরা নিয়ে ফুটবলভক্তরা উন্মাদনায় মেতেছিল, রাত গড়াতেই আলোচনা চলে এসেছেন ফাহমিদুল ইসলাম। হামজার মতো বিশ্বের সেরা লিগে খেলার অভিজ্ঞতা না থাকলেও ফাহমিদুল খেলেন ইউরোপিয়ান ফুটবলের আরেক 'পাওয়ার হাউজ' ইতালির চতুর্থ স্তরের দল দল ওলবিয়া ক্যালসিওতে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের প্রাথমিক স্কোয়াডে ছিলেন এই ১৮ বছর বয়সীও। কিন্তু সৌদি আরবে অনুশীলন ক্যাম্প থেকে ফের ইতালিতে ফিরে গেছেন তিনি।

এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াডে ফাহমিদুল ইসলামের জায়গা নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল। কোচের ডাকে ইতালি থেকে সৌদি আরবে ক্যাম্পে যোগ দিয়ে এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। সেখানে স্থানীয় এক ক্লাবের সঙ্গে হ্যাটট্রিকও করেছেন এই ১৮ বছর বয়সী। কিন্তু ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের ২৩ সদস্যের দলে টাকে বিবেচনা করছেন না কোচ হাভিয়ের কাবরেরা।

অথচ কাবরেরার পছন্দেই ফাহমিদুলকে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল। অনুশীলনেও কোচ তাকে নিয়ে প্রশংসার বাণী শুনিয়েছিলেন। কিন্তু আজ দেশে ফিরে ফাহমিদুলের ইতালি ফিরে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে এই স্প্যানিশ কোচ বলেন,  ‘সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’

ফাহমিদুলকে এভাবে বাদ দেয়ায় নাখোশ অনেকেই। এই তালিকায় আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। জাতীয় দলের এক সময়ের এই গোলরক্ষক ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন,  ‘আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে ৪র্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচ এ হ্যাটট্রিক করা খেলোয়াড়, যার মাঝে অনেক সম্ভবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস।’

ফাহমিদুলের মতো তরুণ খেলোয়াড়কে এভাবে বাদ দিলে পরবর্তীতে সে আর লাল সবুজের জার্সি গায়ে তুলতে চাইবেন কি-না তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি,  ‘এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়াতে ভবিষ্যতে তার লাল সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কিনা সেটা দেখার বিষয়।’

কাবরেরার সিদ্ধান্তে নাখোশ সমর্থকরাও। অনেকেই মনে করেন, বাকি সব জায়গার মতো ফুটবলেও সিন্ডিকেট আছে। আর তাদের কারসাজিতেই বাদ পড়েছেন ইতালি প্রবাসী ফাহমিদুল। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো প্রতিবাদের ঝড় উঠেছে। দেশের ফুটবল সমর্থকদের গ্রুপ বাংলাদেশ ফুটবল আলট্রাস এবং সাধারণ ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টায় বাফুফে ভবন সামনে 'লং মার্চ টু বাফুফে' নামের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

ফাহমিদুলের পক্ষে বাংলাদেশ ফুটবলের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে 'স্ট্যান্ড উইথ ফাহমিদুল' হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদের ঝড় তুলেছেন। এই মুহূর্তে আলোচনার শীর্ষে এই তরুণ ফুটবলার।