News update
  • A costly bridge in Manikganj remains idle sans approach roads     |     
  • Dhaka’s air quality records ‘unhealthy’ amid fog Saturday morning     |     
  • Record low ADP execution rate clouds performance in 2025     |     
  • Special prayers held nationwide for Khaleda after Jumma prayers     |     
  • Vandalism at Chattogram Airport for food after flight cancellations     |     

টটেনহ্যামকে উড়িয়ে ফাইনালে লিভারপুল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-02-07, 8:01am

38f8e53093b782cfc22d6da2896ded1cfd0cf147940ce052-001f75a2e7d7094e61ab2283cce29f6e1738893712.jpg




ঘরের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময়ই দাপট ছিল লিভারপুলের। শুরুতে কয়েকবার গোলের কাছে গিয়ে ব্যর্থ হলেও কোডি হাকপোর হাত ধরে ডেডলক ভাঙে অলরেডরা। এরপর আরও ৩ বার টটেনহ্যামের জালে বল জড়িয়ে বড় জয় নিয়ে লিগ কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্না স্লটের দল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অ্যানফিল্ডে টটেনহ্যামকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রথম লেগে টটেনহ্যামের মাঠে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। তবে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের বড় ব্যবধান নিয়েই ফাইনালে উঠছে দলটি।   

ঘরের মাঠে শুরু থেকেই সময় পজেশন রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে লিভারপুল। আধিপত্য ধরে রেখে প্রথম আধা ঘণ্টায় ৭ বার জালের লক্ষ্যে শট নেয় দলটি। তবে কোনো আক্রমণেই তেমন সম্ভাবনা তৈরি করতে পারছিল না তারা।

একের পর এক গোলের চেষ্টায় ৩৪ মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় লিভারপুল। ডান দিক থেকে মোহাম্মদ সালাহর বাড়ানো বল ফাঁকায় পেয়ে দুর্দান্ত শটে জালে জড়ান হাকপো। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করারও সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে বাঁ দিক থেকে সালাহর ভলি গোলরক্ষকের আঙুল ছুঁয়ে ক্রসবারে বাধা পেলে বেঁচে যায় টটেনহ্যাম।

বিরতির পর আবারও আক্রমণাত্মক ফুটবলে মনোযোগ দেয় লিভারপুল। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ২-০ করেন সালাহ। দুই লেগ মিলিয়েও এগিয়ে যায় লিভারপুল।

তবে আর্না স্লটের দলের গোলের ক্ষুধা তখনও মেটেনি। একের পর এক চেষ্টা করেই যেতে থাকে দলটি। ৬৩ মিনিটে হাকপোর জোরালো শট দূরের পোস্টে প্রতিহত হয়। ১০ মিনিট পর ডাচ মিডফিল্ডার রায়ানের শটও পোস্টে লাগে।

৭৫ মিনিটে দলকে আরও এগিয়ে নেন সোবোসলাই। কনর ব্র্যাডলির পাস প্রথম ছোঁয়ায় ধরে দ্বিতীয় ছোঁয়ায় প্লেসিং শটে জালে পাঠান তিনি। ৭৮ মিনিটে টটেনহ্যামের সন হিউং-মিনের একটি শট ক্রসবারে লাগে। তবে পরের মিনিটে ডাচ ডিফেন্ডার ফন ডাইকের দারুণ হেড স্কোরলাইন ৪-০ করে লিভারপুল। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্না স্লটের দল। সময়।