
পুরো ম্যাচজুড়ে ম্যানচেস্টার সিটির একচেটিয়া দাপট ছিল। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করায় জয়ের মুখ দেখা হলো না দলটির। শুধু তাই নয়, জয় না পাওয়ায় লিগে শীর্ষস্থানেও যেতে পারেনি পেপ গার্দিওয়ালার দল।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফরেস্টের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
এর আগে আসরে দুই দলের প্রথম দেখায় গত আগস্টে আর্লিং হালান্দের হ্যাটট্রিকে ৬-০ গোলে জিতেছিল সিটি।
দিনের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়ে শীর্ষে চলে আসে আর্সেনাল। সিটির সামনেও সুযোগ ছিল এই টপ জায়গাটি পুনরুদ্ধারের, কিন্তু সম্ভব হয়নি।
ম্যাচে প্রথম থেকেই একচেটিয়া খেললেও ৩৪ মিনিটে সুযোগ এসেছিল গোল দেওয়ার কিন্তু রদ্রির হেডে বল জালে ঢুকেনি।
অবশেষে ৪১তম মিনিটে গ্রিলিশের পাসে সিলভার বুলেট গতির শট জালে জড়ালে গোলের ডেডলক ভাঙে।
দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল সিটি, যেগুলো গোলের পরিণতি পায়নি।
নির্ধারিত সময়ের শেষ ছয় মিনিটে সিটির গোলমুখে ডানদিক থেকে আক্রমণ করে নটিংহ্যাম ফরেস্ট। মর্গ্যান গিবস-হোয়াইটের পাস থেকে লম্বা শটে সিটি জালে বল জড়ান ক্রিস উড। এর মধ্য দিয়ে সমতায় ফেরে দলটি।
ম্যাচের বাকি সময়টুকু কেউ আর গোল ব্যবধানে এগিয়ে যেতে পারেনি।
২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আর্সেনাল। তাদের সমান ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে। অন্যদিকে ২৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফরেস্ট। ২৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ফরেস্ট। তথ্য সূত্র আরটিভি নিউজ।