News update
  • No response on request for Hasina’s extradition: Touhid Hossain     |     
  • Deep relations with US, economic ties with China: Touhid     |     
  • Recommendations on July Charter implementation submitted to CA     |     
  • Cyclonic storm ‘Montha’ now severe cyclonic storm; unlikely to hit BD     |     
  • Gaza Families Face Dire Shortages as Aid Efforts Expand     |     

কুয়েতে প্রবাসীদের সংখ্যা কমছে, কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-10-28, 8:25am

e4ef7a39bbd7b037f8942ba876b014e35a5ad11c2753ab12-965d8764addb016d3ebcf8c31bcb312c1761618316.jpg




কঠোর অভিবাসন নীতির কারণে ‍কুয়েতে প্রবাসীদের সংখ্যা কমছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিএসবি)।

কুয়েতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত এক বছরে কুয়েতে প্রবাসীর সংখ্যা কমেছে ১ দশমিক ৬ শতাংশ। উপসাগরীয়-আমেরিকান অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থার পূর্বাভাস জানাচ্ছে চলতি বছর জনসংখ্যা আরও ২ শতাংশ হ্রাস পেতে পারে।

সংস্থার পরিচালক জাস্টিন আলেকজান্ডার জানান, যুদ্ধ কিংবা কোভিড মহামারির মতো কোনো বিশেষ পরিস্থিতি ছাড়াই এবারই প্রথম কুয়েতে জনসংখ্যা হ্রাস পেয়েছে।

তিনি বলেন, কঠোর অভিবাসন ও বিদেশি কর্মীর সংখ্যা কমানোর নীতির কারণেই প্রবাসীর সংখ্যা কমছে। সিএসবি’র তথ্য অনুযায়ী, কুয়েতের মোট জনসংখ্যা ৪৯ লাখ ১৩ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ৪৮ লাখ ৮১ হাজারে। তবে একই সময়ে কুয়েতি নাগরিকের সংখ্যা বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ, অর্থাৎ ১৫ লাখ ৬৬ হাজারে পৌঁছেছে। 

ফলে মোট জনসংখ্যায় কুয়েতিদের অনুপাত দাঁড়িয়েছে ৩২ শতাংশে, আর প্রবাসীদের সংখ্যা কমে গেছে প্রায় ১ দশমিক ৫৬ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই জনসংখ্যাগত পরিবর্তন শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে।

২০২১ সালে কুয়েত সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছিল জনসংখ্যার ভারসাম্য রক্ষায়, লক্ষ্য ছিল নাগরিক ও প্রবাসীর অনুপাত নিশ্চিত করা।