News update
  • Record 676 Million Women Exposed to Deadly Conflicts     |     
  • UN Renews Push for Global Elimination of Nuclear Arms     |     
  • Don't leave healthcare to profit-driven actors: Prof Yunus     |     
  • Key issues that Prof Yunus may raise in UNGA speech Friday     |     
  • Israeli Strikes Intensify Gaza City Crisis, Casualties Rise     |     

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে চায় আলবেনিয়া

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-09-26, 10:06am

ertertwerwe-5f0031487b45f70213978de68a37782e1758859580.jpg

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই। ছবি: সংগৃহীত



ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন।

প্রেসিডেন্ট বেগাই বলেন, আমাদের দেশে কর্মীর প্রয়োজন এবং আলবেনিয়ার বেশ কয়েকটি কোম্পানি এর মধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নেয়ার আবেদন করেছে। 

দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে, বিশেষ করে পর্যটন খাতে।

এসময় তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা দরকার, কারণ বর্তমানে ভিসার জন্য নয়া দিল্লি যেতে হয়।

জবাবে প্রেসিডেন্ট বেগাই জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া বিবেচনা করছে। তিনি উচ্চপর্যায়ের সফরসহ প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ চিকিৎসক, নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষিশ্রমিক পর্যন্ত বিভিন্ন ধরনের শ্রমশক্তি সরবরাহ করতে সক্ষম। নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করা জরুরি।

প্রেসিডেন্ট বেগাই আরও জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি স্কিমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।