News update
  • Bangladesh Bank urges insurers to fight illicit money flows     |     
  • Prof Yunus introduces political leaders with top US companies     |     
  • Dhaka, Rome eye expanded ties, safe migration issue discussed     |     
  • Climate Summit 2025: The path to COP30     |     
  • Apon, Cocola, Ispahani food owners face arrest for adulteration     |     

মালদ্বীপ ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-09-25, 12:16pm

tryte6435-c6e8d2db8107433eba53e0cc258168ba1758780971.jpg




মালদ্বীপে ভ্রমণেচ্ছু প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশে ছুটিতে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন করা যাবে না। যদি পাসপোর্টের তথ্য পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করাসহ প্রয়োজনে হাইকমিশন থেকে সংশোধনপত্র সংগ্রহ করে তথ্য পরিবর্তন করতে হবে।

বাংলাদেশ থেকে মালদ্বীপ গমনের সময় সিগারেট বা বিড়ি বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ সংঘটিত হলে প্রবাসীদের বিপুল পরিমাণ আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে। 

বিশেষ করে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন করা কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। মালদ্বীপের আইনের অধীনে এ অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ঔষধ বহনের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে আনতে হবে। প্রেসক্রিপশন ব্যতীত ঔষধ বহনের ফলে আর্থিক জরিমানাসহ অন্যান্য আইনানুগ শাস্তির সম্মুখীন হতে পারে। একইভাবে রান্না করা খাবার বহন করাও দেশটিতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস, পলিব্যাগ বা এ ধরনের অন্য কোনো সামগ্রী বহন করা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়।

সবার সুবিধার্থে হাইকমিশন এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং মালদ্বীপ ভ্রমণে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের অনুরোধ করেছে। এতে নিজেদের নিরাপত্তার পাশাপাশি দেশের সুনামও রক্ষা পাবে।