News update
  • Guterres Urges Action as Peace Remains Elusive in a Fractured World     |     
  • Why inclusion matters for tackling corruption     |     
  • JS polls to be held by February 15: Shafiqul Alam     |     
  • Myanmar Faces War, Disasters, Hunger, and Mass Displacement     |     
  • UN Warns Israeli Doha Strike Risks Regional Escalation     |     

প্রবাসীদের ভোটপ্রতি খরচ কত, জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-07-11, 8:11am

01983ac720c4ffd96b0e9fc8a39bbd6d362c2431bc7454da-7b4957e35f795d0d93061daeb7c5922a1752199901.jpg




এবার প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে আলাদা প্রকল্প নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেয়া হবে। আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না এলেও নতুন পদ্ধতিতে ভোট আসবে। এখন পর্যন্ত জানা গেছে, বেশিরভাগ প্রবাসীরা ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট আনতে প্রতি ভোটে ৭০০-৫০০০ টাকা ব্যয় হতে পারে বলে জানান তিনি।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোট থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। প্রবাসীরা আগামী সংসদ নির্বাচনে ভোট দেবেন। পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট হবে আইটি সাপোর্টেড। একটি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে।