News update
  • Bangladesh, US Begin 3-Day Talks on Tariff and Trade     |     
  • A second Nakba?: UNRWA Commissioner-General on Gaza:     |     
  • Flood force postponement of Cumilla Board HSC exams Thursday     |     
  • Ensure law and order by Dec for peaceful election: CA     |     
  • Over 160 Missing as Deadly Texas Flood Toll Hits 109     |     

ইতালিতে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ কবে, জানা গেল তারিখ

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-07-07, 7:38am

dfd479425e382158927a5cb26e0497117cd011f51951b143-1efeb11d907f220faff2086ef3d7d21a1751852291.jpg




ইতালিতে ২০২৫ সালের স্পন্সর ভিসার কোটায় পহেলা অক্টোবর ‘ক্লিক ডে’ নির্ধারিত হয়েছে। আগাম ফরম পূরণ শুরু হয়েছে পহেলা জুলাই থেকে, চলবে ৩১ তারিখ পর্যন্ত।

২০২৩ থেকে ২০২৫ সালের স্পন্সরের বরাদ্দ করা ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেয়ার কার্যক্রম আগামী পহেলা অক্টোবর ক্লিক ডে’র মধ্য দিয়ে শেষ হচ্ছে ইতালিতে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাসজুড়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে আগাম আবেদনপত্রগুলো পূরণ করে জমা রাখা যাবে। 

তবে, এরইমধ্যে দালালচক্র আবারও তৎপর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইমিগ্রেশন বিশেষজ্ঞদের। তাই বাংলাদেশিদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন তারা। 

এদিকে, বর্তমান সরকার ২০২৬-২০২৮ সালের জন্য আরও পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু বর্তমান সরকারের এই পাঁচ লাখ শ্রমিক নেয়ার বিষয়ে পার্লামেন্টে তীব্র সমালোচনা করেছে বিরোধী ডেমোক্রেটিক দল।

দলটি বলছে, জর্জিয়া মেলোনি সরকার বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ক্ষমতায় এলেও তারা এখন ইতালির ভাবমূর্তি নিয়ে কোনো চিন্তা করছে না। 

বিদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলের।