News update
  • Toxic Waste Chokes Dhaka’s Four Major Rivers     |     
  • NRB Remittance Rescued Economy After July Crisis: CA     |     
  • 36 Killed, Dozens Injured in Tamil Nadu Rally Stampede     |     
  • 36pc of Job Seekers Rely on Friends and Family Networks     |     
  • Govt to Announce New Hajj Packages Sunday, Costs to Drop     |     

কারা স্থায়ী নিষেধাজ্ঞা পেতে পারেন, জানালো ঢাকার মার্কিন দূতাবাস

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-06-05, 8:57pm

9920443080cf0b79032efb96ab655ec7a0474a2b9ccaab56-e890b8bd4daa8b62683b73c75afa08a71749135478.jpg




অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও কেউ যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাকে ফেরত পাঠানো এবং স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আপনার অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও যদি আপনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে তার প্রশাসন। এরইমধ্যে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সময় বুধবার (৪ জুন) নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বেশ কয়েকটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

প্রতিবেদন বলছে, ১২টি দেশের নাগরিকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আর সাতটি দেশের নাগরিকরা থাকবেন আংশিক নিষেধাজ্ঞার আওতায়। ৯ জুন থেকে এ আদেশ কার্যকর হবে।

এর আগে গত ২৩ মে ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, যদি যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তার মনে হয় যে, কারো ভ্রমণের প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়া এবং এর মাধ্যমে শিশুর জন্য সেখানকার নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা সেই পর্যটন ভিসার আবেদন বাতিল করবেন। এ ধরনের আবেদন বৈধ নয়। সময়।