News update
  • Another July warrier shot in head, critical in Khulna hospital     |     
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     
  • Law and Order Must Be Ensured Ahead of Polls: Prof Yunus     |     
  • Tough times ahead, everyone must remain united: Tarique Rahman     |     

মালয়েশিয়ায় ৪৪ বাংলাদেশিসহ ১১৪ অভিবাসী আটক

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-05-31, 6:28am

img_20250531_062626-c88447ca39affdd999ac3154cc0a20191748651305.jpg




মালয়েশিয়ার জোহর রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৪ বাংলাদেশিসহ ১১৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আটকদের মধ্যে ৪৪ জন বাংলাদেশি ছাড়াও ৮ জন ভারতীয়, ৯ জন পাকিস্তানি, ২৮ জন নেপালি, ৮ জন ইন্দোনেশীয়, ১২ জন বার্মিজ, ৪ জন ভিয়েতনামি ও একজন কম্বোডিয়ান আছেন।

শুক্রবার (৩০ মে) জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এ তথ্য জানান।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

দাতুক মোহাম্মদ রুসদি আরও বলেন, রাজ্যের অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন বিভাগ কোনো নিয়োগকর্তা, ভবনের মালিক বা অবৈধ অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষা প্রদানকারী ব্যক্তির সঙ্গে আপোস করবে না।

এর আগে, গত ২৮ মে রাজ্যের পাঁচটি জেলায় একযোগে ‘অপস মাহির’ নামে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম পর্যায়ে মোট ১২৮ বিদেশি ও চারজন স্থানীয় নাগরিককে আটক করা হয়। সময়।