News update
  • Oleg Gordievsky, UK's most valuable spy inside KGB, dies     |     
  • Munshiganj potato farmers grapple price after bumper harvest     |     
  • UNRWA Situation Report #164 on Gaza and the West Bank     |     
  • Fire breaks out Kolomteji area in Sundarbans     |     

ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশকালে আরও ৫১ বাংলাদেশি আটক

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-03-21, 6:43pm

4523234-fb4ba1995ae53ab7c4bbde52807d4b251742561010.jpg




ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় আরও ৫১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় ঢোকার পর কাজে যোগদানের পরিকল্পনা ছিল তাদের।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১-এ ভুয়া হোটেল বুকিং ব্যবহার এবং ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করার সময় সন্দেহভাজন হিসেবে ৫১ জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে না দিয়ে আটক করা হয়েছে। শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) বিমানবন্দরের টার্মিনালে ৬৭ জন ব্যক্তির মধ্যে অস্বাভাবিক আচরণ ও চলাফেরা দেখে তাদের সন্দেহ করা হয়। পরে তাদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জনকে আটক করা হয়।

একেপিএস আরও জানান, পরিদর্শনের সময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন। তারা ইমিগ্রেশনের মূল গেটে না এসে এদিক-ওদিক ছোটাছুটি করছিলেন। আটকের পর কেউ কেউ স্বীকার করেছেন যে মালয়েশিয়ায় ঢুকে চাকরি খোঁজাই ছিল তাদের আসল উদ্দেশ্য। আরটিভি