News update
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     

ভিসায় বড় পরিবর্তন আনল যুক্তরাজ্য

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-03-13, 6:07pm

43434-a2b45e7eaa7a1376c3fb1b13fd31620b1741867630.jpg




যুক্তরাজ্য সরকার নতুন ভিসা নিয়ম বড় ধরনের পরিবর্তন এনেছে। তবে এই নিয়ম শুধুমাত্র স্বাস্থ্যসেবা প্রদানকারী, কর্মী এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। দেশজুড়ে তীব্র অভিবাসনবিরোধী মনোভাব, অভিবাসনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের দক্ষিণপন্থিদের প্রবণতা এবং ব্রিটেনে অর্থনৈতিক মন্দার ম‌ধ্যে বুধবার এ ঘোষণা এলো।

দেশের কর্মী‌দের অগ্রাধিকার

সেবা খাতের নিয়োগকর্তাদের এখন বিদেশ থেকে নিয়োগের চেষ্টা করার আগে প্রমাণ করতে হবে যে তারা ইতোমধ্যেই যুক্তরাজ্যের মধ্যে থাকা ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করেছেন। এর লক্ষ্য আন্তর্জাতিক নিয়োগের ওপর নির্ভরতা হ্রাস করা।

নির্ভরশীল ভিসায় পরিবর্তন

একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে নির্ভরশীলদের ওপর বিধিনিষেধ। দক্ষ কর্মী ভিসা (বিশেষ করে নির্দিষ্ট পেশা কোডের অধীনে) প্রাপ্ত যত্ন কর্মী এবং সিনিয়র কেয়ারকর্মীদের এখন নির্ভরশীল পরিবারের সদস্যদের (সঙ্গী এবং শিশুদের) আনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

কেয়ার হোম স্পনসর লাইসেন্সিং

কেয়ার হোম সরবরাহকারীরা যারা কেয়ারকর্মীদের স্পন্সর করতে চান তাদের অবশ্যই কেয়ার কোয়ালিটি মিশনের (CQC)  সাথে নিবন্ধিত হতে হবে।

দক্ষ কর্মী ভিসার বেতনের সীমা

দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম বেতনের প্রয়োজনীয়তা বৃদ্ধি করা হচ্ছে।

ছাত্র ভিসা

সরকার শিক্ষার্থী ভিসার জন্য, বিশেষ করে স্বল্পমেয়াদি ইংরেজি ভাষা কোর্সের জন্য, নিয়ম কঠোর করছে, যাতে সিস্টেমের অপব্যবহার সম্পর্কে উদ্বেগ দূর করা যায়।

৯ এপ্রিল থেকে যেসব সেবা প্রদানকারী বিদেশি কর্মী নিয়োগ করতে চান তাদের প্রথমে প্রমাণ করতে হবে যে তারা এমন কাউকে নিয়োগ করার চেষ্টা করেছেন যিনি বর্তমানে দেশে আছেন এবং নতুন ভিসা স্পন্সরশিপের প্রয়োজন, হোম অফিসের মতে। সরকার আশা করে যে এই পরিবর্তনগুলো "বিদেশি নিয়োগের ওপর নির্ভরতা শেষ করতে" সাহায্য করবে এবং ব্রিটেনে রেকর্ড মাত্রার অভিবাসন হ্রাস করবে।

দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম মজুরির প্রয়োজনীয়তাও বাড়ানো হচ্ছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রতিফলন হিসেবে, এপ্রিল থেকে এটি প্রতি বছর ২৩,২০০ পাউন্ড থেকে বেড়ে £২৫,০০০ (অথবা প্রতি ঘণ্টায় £১২.৮২) হবে।

প্রতিমন্ত্রী স্টিফেন কিনক বলেছেন- আন্তর্জাতিক কেয়ারকর্মীরা আমাদের সামাজিক যত্ন-কর্মীদের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা তাদের প্রতিশ্রুতি এবং দেশজুড়ে মানুষদের সহায়তা করার জন্য কাজ করার প্রশংসা করি।

দক্ষ কর্মী ভিসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বেতনও বাড়ানো হচ্ছে। এপ্রিল থেকে এটি প্রতি বছর ২৩,২০০ পাউন্ড থেকে বৃদ্ধি পেয়ে £২৫,০০০ (অথবা প্রতি ঘন্টায় £১২.৮২) হবে।

প্রতিমন্ত্রী স্টিফেন কিনক বলেন, যুক্তরাজ্যে ইতিমধ্যেই থাকা কেয়ারকর্মীদের অগ্রাধিকার দিলে তারা কাজে ফিরে আসবে, আন্তর্জাতিক নিয়োগের ওপর আমাদের নির্ভরতা হ্রাস পাবে এবং নিশ্চিত করা হবে যে আমাদের সামাজিক সেবা খাতে প্রয়োজনীয় পেশাদার রয়েছে।

স্বল্পমেয়াদী ছাত্র রুটে পরিবর্তন, যা কেসওয়ার্কারদের ভিসা আবেদনপত্র প্রত্যাখ্যান করার ক্ষমতা সম্প্রসারণ করবে, সন্দেহভাজন ভিসা আবেদনপত্র বাতিল করার ক্ষমতা বৃদ্ধি করবে, সিস্টেমের অপব্যবহার রোধ করার লক্ষ্যে এটিও নিশ্চিত করা হয়েছে।

বিদেশ থেকে আসা যারা ছয় থেকে ১১ মাস ধরে ব্রিটেনে ইংরেজি শিখছেন তারা এই পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তবে স্বরাষ্ট্র দফতর জানিয়েছে যে, যারা আসলে পড়াশোনা করতে চান না বা কোর্স শেষে যুক্তরাজ্য ত্যাগ করতে চান না, তাদের দ্বারা এই রুটের অপব্যবহারের বিষয়ে উদ্বেগ বাড়ছে।

বারবার অভিবাসন-কর্মসংস্থান আইন ভঙ্গকারী কোম্পানিগুলোকে বিদেশি কর্মী নিয়োগ থেকে নিষিদ্ধ করা হয়, এমন একটি পদক্ষেপকে অনুসরণ করা হবে।

জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে, সরকার যত্ন খাতে ৪৭০টিরও বেশি স্পন্সর লাইসেন্স বাতিল করেছে।

অভিবাসন ও নাগরিকত্বমন্ত্রী সীমা মালহোত্রা বলেন, যারা আমাদের প্রাপ্তবয়স্কদের যত্ন খাতে সহায়তা করার জন্য যুক্তরাজ্যে এসেছেন তাদের শোষণ থেকে মুক্ত থাকার সুযোগ নি‌শ্চিত করা উচিত। আমরা ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছি যাতে নিয়োগকর্তারা খুব কম ফলাফল ছাড়াই নিয়ম লঙ্ঘন করতে না পারেন বা আন্তর্জাতিক কর্মীদের শোষণ করতে না পারেন।

এই বছরের শুরুতে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে যে কঠোর নতুন অভিবাসন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে বিদেশ থেকে প্রায় ৪ লাখ কম ভিসাপ্রত‌্যাশী যুক্তরাজ্যের কর্ম বা শিক্ষা ভিসার জন্য আবেদন করেছেন।

অস্থায়ী তথ্যে দেখা গেছে যে ২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ৫ লাখ ৪৭ হাজার ভিসা আবেদন গ্রহণ করা হয়েছে, যা ২০২৩ সালের একই সময়ের ৯ লাখ ৪২ হাজার ৫শ থেকে কম।

আরটিভি