News update
  • Bangladesh-Japan FOC to Be Held in Tokyo on May 15     |     
  • Young Talents Shine at Inaugural Kidlon Junior Award 2025     |     
  • Italy to Hire More Bangladeshi Workers, Says Matteo Piantedosi     |     
  • Fire at Dhaka's Bailey Road building tamed after an hour     |     
  • BNP Prepares Grand Reception for Returning Chairperson Khaleda      |     

৩৫০ কোটি মানুষ বছরে এক মাস পানি সঙ্কটে ভোগেন: জাতিসংঘ

গ্রীণওয়াচ ডেস্ক পানি 2023-03-23, 8:14am

1fb7ccb0-c8ad-11ed-a834-416e508ba71e-1-4103420e19fc888ad94d6ba204c218811679537645.jpg

ভারতের চেন্নাই শহরের জল সঙ্কট দূর করতে ট্রেনে করে জল আনতে হচ্ছে



জাতিসংঘের এক প্রতিবেদনে মাত্রাতিরিক্ত পানির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ফলে জল সঙ্কটের "আসন্ন ঝুঁকি" সম্পর্কে সতর্ক করা হয়েছে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, "ভ্যাম্পায়ারের মতো জলের ব্যবহার এবং লাগামহীন উন্নয়ন কর্মকাণ্ডের" জেরে বিশ্ব এখন "অন্ধভাবে এক বিপজ্জনক পথে হাঁটছে।"

গত চার দশকের মধ্যে জল নিয়ে জাতিসংঘের প্রথম কোন গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।

বুধবার থেকে নিউইয়র্কে এই সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে হাজার হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছেন, টেকসই নয় এমনভাবে জলের ব্যবহার, দূষণ এবং লাগামহীন উষ্ণায়ণের জেরে পানি, যা কিনা "বিশ্ব মানবতার প্রাণশক্তি," তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

বিশ্বব্যাপী পানির ঘাটতি

ইউএন ওয়াটার অ্যান্ড ইউনেস্কোর প্রকাশিত এই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, অতিরিক্ত ব্যবহার এবং দূষণের কারণে পানির "দুষ্প্রাপ্যতা প্রকট হয়ে উঠছে।"

অন্যদিকে, বিশ্বের উষ্ণায়ণের ফলে যেখানে প্রচুর জল পাওয়া যায় এবং যেখানে জল সঙ্কট রয়েছে, এই দুই জায়গাতেই কোন কোন মৌসুমে পানির ঘাটতি বেড়ে যাবে।

প্রতিবেদনটি প্রধান রচয়িতা রিচার্ড কনর বলছেন, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০% "বর্তমানে এমন এলাকায় বসবাস করে যেখানে জলের চাহিদা খুব উঁচু কিংবা জল সঙ্কটের চাপ প্রবল।“

"আমাদের প্রতিবেদনে আমরা বলেছি যে বিশ্বের সাড়ে ৩০০ কোটি মানুষ এখন বছরে অন্তত এক মাস পানির ঘাটতির মধ্যে থাকেন," তিনি বিবিসিকে বলেন।

আইপিসিসি বিশেষজ্ঞ প্যানেল সোমবার জাতিসংঘের যে সাম্প্রতিকতম জলবায়ু প্রতিবেদনটি প্রকাশ করেছে সেই প্রতিবেদন জানাচ্ছে, "বর্তমানে বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ বছরের অন্তত কোন একটি সময়ে জলের তীব্র সঙ্কটের মুখোমুখি হন।"

মি. কনর সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী জল সরবরাহের ক্ষেত্রে এখন "অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে।"

"আমরা যদি এটির সমাধান না করি তবে অবশ্যই বিশ্বব্যাপী সংকট দেখা দেবে," তিনি বলেন।

জাতিসংঘের উপ মহাসচিব উষা রাও মোনারি, যিনি জাতিসংঘের এই জল সম্মেলনের আনুষ্ঠানিক আয়োজক, তিনি বিবিসিকে বলেছেন যে ভবিষ্যতে আরও যত্ন নিয়ে পানি সম্পদকে ব্যবহার করার প্রয়োজন হবে।

তিনি বলেন, "গত কয়েক দশক ধরে আমরা [এই সম্পদ] যেভাবে ব্যবহার করেছি সেটিকে আরও কার্যকরভাবে পরিচালনা করলে বিশ্বে পর্যাপ্ত জল থাকবে।"

"আমি মনে করি আমাদেরকে আগের চেয়ে নতুন গভার্নেন্স মডেল, নতুন ফিনান্স মডেল, পানি ব্যবহার এবং পানি পুনঃব্যবহারের জন্য নতুন মডেল খুঁজে বের করতে হবে।

“আমি মনে করি জলের ব্যবহার কীভাবে পরিচালনা করা হবে তা নির্ধারণের জন্য প্রযুক্তি এবং উদ্ভাবনী শক্তি অনেক বড় ভূমিকা পালন করবে।"

তাজিকিস্তান এবং নেদারল্যান্ডস সরকারের যৌথ আয়োজনে ১০০ জন মন্ত্রী এবং এক ডজন রাষ্ট্র ও সরকার প্রধানসহ প্রায় ৬,৫০০ অংশগ্রহণকারী এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তথ্য সূত্র বিবিসি বাংলা।