News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

করোনার প্রকোপ: এইচএসসি পরীক্ষা কি পেছাবে?

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-06-15, 5:53am

img_20250615_055055-aa2e9e84a8d00bc642c10d18cafa66521749945183.jpg




করোনাভাইরাস। সারা দেশে আবারও সংক্রমণ বাড়ছে প্রাণঘাতী এ ভাইরাসের। এরইমধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেছানো হবে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে শিক্ষা বোর্ডগুলো বলছে, করোনার প্রকোপে দুশ্চিন্তা থাকলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই। ফলে আগামী ২৬ জুন থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, ‘করোনার প্রাদুর্ভাবে আমরাও দুশ্চিন্তায় রয়েছি। তবে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি। পরীক্ষা পেছাবে না। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে।’

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বর্তমানে করোনা সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। আসন বণ্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে।

আগামী ২৬ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। ১১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ২১ আগস্ট পর্যন্ত।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।