News update
  • 18 Killed as Wildfires Ravage South Korea     |     
  • 'Borbaad' gets Certification Board clearance after revisions     |     
  • 3,665 Israeli Crimes in a Week Targeting All Forms of Palestinian Life     |     
  • Rooppur NPP: Turbine installed at the first unit     |     

ঢাবির ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৯৪ শতাংশ অকৃতকার্য

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-03-24, 11:24pm

b166f1b0e3b3dccc82cb737749be8cd88a3a243dcec2a9d5-cef4d34a51c1a52f5b765f902069ed931742837098.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ে২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় পাসের হার ৫.৯৩ শতাংশ। অন্যদিকে ৯৪ শতাংশের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এ বছর ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। এই ইউনিটে ৭ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৬ হাজার ৯২২ জন, মানবিক শাখায় ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১২২ জন পাস করেছে।

একই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৮৯৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে। সময়