News update
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     

জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ি শিক্ষকরা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-01-27, 2:48pm

rtetewrwe-3cea61c83a54928a3f60bd4f513df3c71737967681.jpg




স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আলটিমেটাম দেয়া হয়৷

প্রাথমিক বিদ‌্যালয়ের মতো সারা ‌দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগু‌লো‌ জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকরা। সোমবার নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সকাল থে‌কেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইবতেদায়ি শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সারা‌ দেশের ১০ হাজারেরও বেশি মাদ্রাসার শিক্ষকরা। 

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এসব শিক্ষকরা। আন্দোলনে শিক্ষকরা জানান, ১০ হাজার মাদ্রাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

শিক্ষকরা দাবি তোলেন, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও তাদের কোনো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। তা‌দের দাবি একটাই, যত দ্রুত সম্ভব মাদ্রাসাগু‌লো জাতীয়করণ করতে হবে। 

এর আগে জাতীয়করণের দাবি‌র অংশ হিসেবে ‌প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশবিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে, লা‌ঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চি‌কিৎসা নিচ্ছেন।