News update
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     
  • Sea ports asked to keep hoisted distant cautionary signal No 1     |     
  • Hasina gets 21 years in jail over Rajuk plot allocation scam     |     

ভুয়া তথ্য নিয়ন্ত্রণে টিকটকের সঙ্গে কাজ করবে সিআইডি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-11-27, 7:38am

92f58e8a9504a4b2a30721f03ee79ee9fbb2793613cff8c1-27a8be4638e8d5a17bf7054b11bc2c3d1764207503.jpg




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ডিজিটাল নিরাপত্তা ও ভুয়া তথ্য নিয়ন্ত্রণে টিকটকের সঙ্গে সমন্বিত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের দুবাইভিত্তিক প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাইবার ইন্টেলিজেন্স, অপরাধ তদন্ত ও ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

টিকটকের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রধান (আইন প্রয়োগকারী আউটরিচ টিম) সোহাইব খান, দক্ষিণ এশিয়ার সরকারি সম্পর্ক প্রধান ফেরদৌস মুত্তাকিন এবং দক্ষিণ এশিয়ার আইনি প্রধান আদিল শাহ।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন জানান, বাংলাদেশ পুলিশ ও টিকটকের মধ্যে আনুষ্ঠানিক কমিউনিকেশন চ্যানেল ও কার্যকর এসকেলেশন সিস্টেম চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভুয়া তথ্য, পর্নোগ্রাফি, জুয়ার বিজ্ঞাপন, সাইবার বুলিং ও প্রতারকদের রিক্রুটমেন্ট ভিডিও দ্রুত শনাক্ত ও অপসারণে টিকটকের বিদ্যমান পদ্ধতি আরও শক্তিশালী করার প্রস্তাব তুলে ধরে সিআইডি।

সভায় আসন্ন জাতীয় নির্বাচনে মিসইনফরমেশন-ডিসইনফরমেশন ঠেকাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ২৪/৭ অনলাইন পেট্রোলিং কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য টিকটকের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ, স্টান্ট ও হুমকিপূর্ণ কনটেন্ট থেকে কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় ইন-অ্যাপ সতর্কবার্তা, সেফটি ক্যাম্পেইন ও অভিভাবক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে টিকটককে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ডিপফেকসহ এআইচালিত বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে বিশেষ প্রটোকল চালুর বিষয়েও আলোচনা হয়েছে।