News update
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     

প্রতীক হিসেবে থাকছে না শাপলা

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-07-10, 12:09am

c7610f4b9c212a264e5ff1406e7a7f174ff64b1c58801b70-39d089cab34b7186d11201f8d06098491752084595.jpg




জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় প্রতীকের কারণেই মূলত এ সিদ্ধান্ত। শাপলা যেহেতু জাতীয় প্রতীক, এ প্রতীকের সম্মান রক্ষার্থে আইন রয়েছে। সেটার আলোকে অনেক আগেও সিদ্ধান্ত হয়েছে। কমিশন এবারও এমনই সিদ্ধান্ত নিয়েছে। তবে বিধিমালায় যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা।

এরআগে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে গত ২২ জুন ইসিতে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদনে শাপলা, মোবাইল ও কলমের মধ্যে একটিকে প্রতীক হিসেবে চেয়েছিল দলটি।

এছাড়া নাগরিক ঐক্যের পক্ষ থেকেও দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে ইসি। এ লক্ষ্যে, নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভোটিংয়ের জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে তা পাঠানো হবে।