News update
  • Public awareness campaign before fuel loading at Rooppur NPP     |     
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     

আ.লীগ আমলের ৩ সংসদ নির্বাচনের তদন্ত ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-06-26, 10:10pm

ec_logo-47ee7dfefb6eaf1e46815e2381196ea81750954210.jpg




আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত ও ভবিষ্যতের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে ৫ সদস্যের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১) শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ), জেলা ও দায়রা জজ আদালত ঢাকার ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলিম।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ তিনটি নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে সাজানো প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে। বাংলাদেশের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও এসব নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে রয়েছে। এতে দেশের আইনের শাসন গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে বলে আশঙ্কা রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দেশে গণতন্ত্রকে সুরক্ষিত করতে এবং ফ্যাসিবাদ এবং কর্তৃত্ব পরান শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। তদন্তের প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।

কমিটি প্রয়োজনে যে কোনো দপ্তরের দলিল-দস্তাবেজ তলব ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে তদন্ত কাজ পরিচালনায় সাচিবিক সহায়তা প্রদান করবে।