News update
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     

কলাপাড়ায় স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে নাগরিক সেবা বন্ধ

নির্বাচন 2025-03-13, 11:35pm

election-officers-and-employees-in-kalapara-observe-stand-for-nid-programme-on-thursday-c88733f29e4eeee1babae3a3a814a11f1741887337.jpg

Election officers and employees in Kalapara observe Stand for NID programme on Thursday.



পটুয়াখালী:পটুয়াখালীর কলাপাড়ায় স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা, কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাগরিক সেবা বন্ধ থাকে। 

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল বলেন, এনআইডি এমনভাবে জন্ম হয়েছে যে এটা কমিশন থেকে আলাদা করার মতো নয়, এটা একটা ডাটাবেজ। কোনো প্রতিষ্ঠান এনআইডি নিতে হলে ভোটার তালিকাও নিতে হবে। এনআইডি নিলে ভোটার তালিকা ব্যহত হবে। সুতরাং এটি নির্বাচন কমিশনে থাকা দরকার। - গোফরান পলাশ