News update
  • Lightning strikes kill 11 in six Bangladesh districts     |     
  • Prof Yunus back home after his week-long Doha, Rome visits     |     
  • 5 of a family burn injuried in Gazipur gas cylinder blast      |     
  • River erosion threatens south Padma Bridge Project Site     |     
  • Dr Kamal urges vigilance on his 88th birthday      |     

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস শুরু বুধবার

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-04-28, 9:53pm

wefefwer-6850892491d2ca9fed47af231c094c6b1745855580.jpg




বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (২৯ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। এ ছাড়া আগামী ৩০ এপ্রিল থেকে পবিত্র জিলকদ মাসের গণনা শুরু হবে।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আশকোনা হাজি ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

সভায় জানানো হয়, আজ ২৯ শাওয়াল ১৪৪৬ হিজরি, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এ অবস্থায়, আগামীকাল ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ এপ্রিল বুধবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে।

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ সহকারী প্রশাসক মো. মেহেদী হাসান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. আবদুল মালেক, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন, ঢাকা জেলার প্রশাসক মুহাম্মদ শওকত আলী, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাওলানা অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবীর প্রমুখ।আরটিভি