News update
  • Fire Kills 4 in Dhaka's Shahjadpur     |     
  • Ukrainians continue to flee frontline as war enters 4th year     |     
  • Vehicles torched as Worker’s death sparks protest in Gazipur     |     
  • SC upholds Khaleda’s acquittal in Zia Charitable Trust case     |     
  • BSF bid to build fence along Lalmonirhat border foiled     |     

দেশে রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-03-01, 2:26pm

eewqeqweq-78231ef3c3edd7c380adb4a1b4872f751740817613.jpg




দেশে এবার পবিত্র রমজান মাসের শুরু তথা প্রথম রোজা কবে, তা আজ জানা যাবে আজ। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটি দেশে রমজান মাস কবে শুরু হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে। 

বিল্লাল বিন কাসেম আরও বলেন, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে ওইদিন (আজ) সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এই জনসংযোগ কর্মকর্তা বলেন, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে। 

টেলিফোন নম্বর ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

প্রসঙ্গত, আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটির সভাপতি ও অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। আর সেখানেই চলতি বছরের পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হবে। আরটিভি