Auto driver dies of electric shock in Kalapara
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইমন মৃধা (২৭) নামের অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন মৃধা বরগুনার আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামের মো. মিজান মৃধার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইমন কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় তার শ্বশুর আবুল হোসেনের বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। ঘটনার দিন দুপুরে শ্বশুরবাড়ির ঘরে মেলামাইন লাগানোর কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ইমন বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মালেক মিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। - গোফরান পলাশ