News update
  • ‘Very unhealthy’ air quality persists in Dhaka     |     
  • Customs duty on dates imports cut ahead of Ramadan     |     
  • NBR extends VAT exemption on Metro Rail services     |     
  • People eagerly await Tarique Rahman's homecoming Thursday     |     
  • Palm trees axed in Naogaon bypass for safety of electric line     |     

সেনাপ্রধান নিহত: লিবিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

দূর্ঘটনা 2025-12-24, 11:58am

ewrwerweqw-e9fd8c54c55912104d3c5472660c36f11766555900.jpg




তুরস্ক থেকে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবদুলহামিদ দবেইবা। এ ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার লিবিয়ার সরকার অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে নিহতদের পরিবারের সদস্য ও লিবিয়ান সশস্ত্র বাহিনীর সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তিন দিনের শোককালীন সময়ে সব সরকারি প্রতিষ্ঠান অর্ধনমিত পতাকা উত্তোলন করবে এবং সব ধরনের আনুষ্ঠানিক অনুষ্ঠান ও উদযাপন স্থগিত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে, তিনি যেন তাদের আত্মাকে চিরশান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সান্ত্বনা প্রদান করেন

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটি সরকারি প্রতিনিধিদল আঙ্কারায় পাঠানোর নির্দেশ দিয়েছেন।

লিবিয়া ইতালীয় উপনিবেশ থেকে মুক্তির ৭৪তম বার্ষিকী উপলক্ষে ২৪-২৫ ডিসেম্বর স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময়ে এ দুর্ঘটনা ঘটেছে। দেশটিতে জাতীয় শোকের কারণে এবারের উদযাপন শোকাবহ পরিবেশে পালন করা হবে।

এর আগে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, আঙ্কারা থেকে লিবিয়ার উদ্দেশে যাত্রা করা একটি প্রাইভেট জেটের ধ্বংসাবশেষ আঙ্কারার হায়মানা জেলায় পাওয়া গেছে। ওই জেটে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ উপস্থিত ছিলেন।

ইয়েরলিকায়া জানান, আঙ্কারার এসেনবোবা বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই জেটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্যালকন–৫০ মডেলের এই বিজনেস জেটটি (স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়ন করে। রাত ৮টা ৫২ মিনিটে এটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়।

মন্ত্রী আরও জানান, আঙ্কারার দক্ষিণে হায়মানা জেলার কাছে বিমানটি জরুরি অবতরণের সংকেত পাঠিয়েছিল। তবে সেই প্রাথমিক সংকেতের পর আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বিমানে আল-হাদ্দাদসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন।

তুর্কি গণমাধ্যম এনটিভির প্রতিবেদনে বলা হয়, রাজধানীর আকাশসীমায় ওই প্রাইভেট জেটটির সঙ্গে রেডিও যোগাযোগ হারিয়ে যায়। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসেনবোবা বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট অন্যদিকে সরিয়ে নেওয়া হয়।