News update
  • Southeast Asia Floods Kill Over 250, Thousands Displaced     |     
  • Trump Vows to Halt Migration From ‘Third World’ Nations     |     
  • Journos should strengthen themselves to secure rights: Fakhrul     |     
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮, নিখোঁজ দুই শতাধিক

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-11-28, 4:11pm

6be45cbf49accfe0c73bf09add8648b98342c46ab65af0a0-4c7b52e8a68eff0c8a31d34fa6519a001764324705.jpg




হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এখনও দুই শতাধিক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়েতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা মন্ত্রী ক্রিস বলেন, হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে।

তিনি সতর্ক করে বলেন, দুই শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিরাপত্তা মন্ত্রী আরও বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ৭৯ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত ৪৬৭ জনের নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। তার মধ্যে ৩৯ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে হংকংয়ের তাইপো নগরীর ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে গোটা কমপ্লেক্স।

এক সংবাদ সম্মেলনে হংকংয়ের শীর্ষ নেতা জন লি জানান, তাইপো এলাকার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের আটটি ভবনের মধ্যে ৭টির আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। কমপ্লেক্সের কিছু অ্যাপার্টমেন্ট থেকে ঘন ধোঁয়ার পাশাপাশি এখনো আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আর নিভে যাওয়া ভবনগুলোতে চলছে তল্লাশি।

তবে কতজন নিখোঁজ বা আটকা পড়ে আছেন তা স্পষ্ট নয়। জন লি বলেছেন, বৃহস্পতিবার ভোরে ২৭৯ জনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ ব্যক্তিদের বা ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে এখনও কতজন আছেন সে সম্পর্কে কোনো আপডেট দেয়নি কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরও আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল। যে কারণে ব্লকগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাইরে সংস্কার কাজের জন্য ঘিরে রাখা জাল ও বাঁশের মাচাও আগুন দ্রুত বিস্তারলাভের অন্যতম কারণ বলেও ধারণা তদন্ত কর্মকর্তাদের।