News update
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     
  • Stocks sink on week’s last trading day; DSEX plunges 122 points     |     
  • Former Sramik Dal leader shot dead in Chattogram     |     
  • Trump Ends Historic US Shutdown After 43-Day Standoff     |     
  • Dhaka’s air quality ‘very unhealthy’ on Friday morning     |     

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে ঢাকার সর্বশেষ পরিস্থিতি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-11-13, 12:49pm

45t4we5r32423-3333cf1d037f4e208388120f5af059351763016588.jpg




পুরো দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে অনলাইনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ডেকেছে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ। এ কর্মসূচি সফল করতে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা।

অন্যদিকে আওয়ামী লীগের এ কর্মসূচি ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে রাজধানী জুড়ে মোতায়েন আছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

এ অবস্থায় বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ রাজধানীবাসী। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে সৃষ্টি হয়েছে আতঙ্কজনক পরিস্থিতি।  

সবশেষ ১২ ঘণ্টায় রাজধানীর কমলাপুর ও মিরপুরসহ বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ঢাকার প্রবেশপথগুলোতেও আতঙ্ক সৃষ্টির জন্য অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যদিও এখন পর্যন্ত এসব ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তবে, রাজধানীতে উল্লেখযোগ্যভাবে আজ কম চলাচল দেখা যাচ্ছে গণপরিবহনের। বিশেষ করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, শিয়া মসজিদ, শ্যামলী, ফার্মগটে এলাকায় তেমন একটা গণপরিবহন চলতে দেখা যায়নি। ব্যক্তিগত গাড়িও তেমন চোখে পড়েনি। অল্প সংখ্যক রিকশা এবং সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। সড়কগুলোতে সেনাবাহিনী ও পুলিশের টহল দেখা গেছে। এছাড়া, ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকেও ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।

কোনো কোনো জায়গায় পথচারী এবং মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তল্লাশি চালাতে দেখা যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল না বললেই চলে। অনেক স্কুল-কলেজে বুধবার রাতেই নোটিশ দিয়ে ক্লাশ পরীক্ষা স্থগিত করা হয়েছে।আরটিভি