News update
  • Soybean Oil Price Soars by Tk 14 Per Litre      |     
  • Drone Spectacle Lights Up Dhaka Sky for Pahela Baishakh     |     
  • Festive Spirit Engulfs DU, Adjacent Places on Pahela Baishakh     |     
  • Ananda Shobhajatra Marks Pahela Baishakh at DU     |     
  • Nuclear fusion record brings dream of clean energy closer     |     

সবাইকে পহেলা বৈশাখ উদ্‌যাপনের আহ্বান প্রধান উপদেষ্টার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-13, 1:28pm

erwrqwe-d2dacf639017bb93decfc0c0c0ced5d31744529302.jpg




পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূস।

রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির নিদর্শন। তাই দলমত নির্বিশেষে সবাইকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেয়ার আহ্বান জানাই।’

এসময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সংক্ষিপ্ত আলোচনা পর্বে সেনাপ্রধান বলেন, সবাই মিলে শান্তিতে বসবাসের জন্য সব কিছু করবে সেনাবাহিনী। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায়ও বাহিনী প্রস্তুত থাকবে। সময় সংবাদ