News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-04, 8:31am

img_20250404_082816-afb7b08ea574f07b428fe4ac74fbc28c1743733914.jpg




কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশদের সঙ্গে ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।

পরে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুকসহ মো. ইসহাক ও জাবেরকে গ্রেপ্তার করে পুলিশ। 

অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকস্থ এলাকায় নুর কামাল ও ইসমাইল গ্রুপের ৭-৮ জন সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক রোহিঙ্গা ছেলেকে ছুরিকাঘাত করে। এসময় রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ২-৪ রাউন্ড ফাঁকা গুলি করে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় এপিবিএন পুলিশের সঙ্গে ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের এক সদস্যের হাতের কবজিতে গুলি লাগে।

পরবর্তীতে পুলিশ সদস্যরা ডাকাত দলকে আটকের লক্ষ্যে ধাওয়া দিলে তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

আরটিভি।