News update
  • Myanmar Faces War, Disasters, Hunger, and Mass Displacement     |     
  • UN Warns Israeli Doha Strike Risks Regional Escalation     |     
  • Nepal protesters' families seek justice amid confusion     |     
  • Next polls in Feb "foundational” to set future course of BD     |     
  • Fuel oil crisis hits 5 N districts as Rangpur depots run dry     |     

শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-16, 7:43am

dc-3212f5f463edb370ff55d3c3a7a15c8f1739670183.jpg




শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আজ রোবাবর (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ সম্মেলন শুরু হবে। সম্মেলন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল সাড়ে ১০টায় তাঁর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন।

শনিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এ ডিসি সম্মেলন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে রোবাবর। সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত বছরের মতো এবার জেলা প্রশাসক সম্মেলনের মূল ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। এবার ডিসি সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে এবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট কার্য-অধিবেশন হবে ৩০টি এবং চারটি হবে বিশেষ অধিবেশন।

বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও প্রথম উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও একটি সভা হবে।

ডিসি সম্মেলনকে সামনে রেখে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এক হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে আপনারা ডিসিদের কি বার্তা দেবেন জানতে চাইলে শেখ আব্দুর রশিদ বলেন, উদ্বোধনী অনুষ্ঠানটি শুরুই হবে একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে। যেখানে এই আন্দোলনটা কীভাবে হয়েছিল, কীভাবে আন্দোলনের ফল লাভ হলো, সেই বিবরণ সেখানে থাকবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে এটা দেখতে চাইছি। এছাড়া বিপ্লবোত্তর আইন-শৃঙ্খলার বিষয়টিও আমরা শুরুতেই তুলব। সেখানে এটি প্রাধান্য পাবে বলে আমরা আশা করছি। বাসস